📆 তারিখ: ৫ নভেম্বর, ২০২৫
বাংলা: ৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (বুধবার)
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৫৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ৭ সেপ্টেম্বরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রামে, যেখানে ৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যথাক্রমে ৮৫ জন এবং ৮০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা বিভাগে মোট ১৭০ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৪ হাজার ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে।
Copyright © thecitysignal.com. All Rights Reserved