গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৫৮ জন। তবে এই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে, যার সংখ্যা ৪৮ জন। এরপর ঢাকা মহানগরে ৪৩ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১১ জন এবং খুলনা বিভাগে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৩ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই রোগে মারা গেছেন ১৩০ জন, যাদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ৫৯ জন নারী।