যশোরে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করেছে পুলিশ। যশোর কোতোয়ালি থানা পুলিশ শুক্রবার রাতে বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রাম থেকে ইব্রাহিম নামে এক যুবককে আটক করে। পুলিশের ভাষ্যমতে, হামলার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। ইব্রাহিম জঙ্গলবাধাল গ্রামের সালাম হোসাইনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে এই একই ঘটনায় শাওন নামের আরেক অভিযুক্তকে আটক করা হয়েছিল। আটককৃত শাওন খুলনা জেলার ডুমুরিয়া থানার হাসানপুর গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে। তিনি রাজারহাটের একটি বিরিয়ানির দোকানে থাকতেন। তদন্তে জানা গেছে, এই হামলার সময় শাওন সিআইডি সদস্য শহিদুলকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিলেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে যশোর শহরের রাজারহাটে সিআইডি পুলিশের একটি দল ২০ পিস ইয়াবাসহ তুষার সরদার নামে এক মাদক কারবারিকে আটক করে। এ সময় তুষারের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত আসামিসহ তুষার সরদারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। পুলিশ হামলার ঘটনায় দুইজনকে আটক করলেও, মূল অভিযুক্ত তুষার এখনও পলাতক রয়েছেন।