ঢাকার আশুলিয়ায় একটি মাইক্রোবাস থেকে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল-জিরাবো অংশে যৌথ চেকপোস্টে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- স্থানীয় মাদক সরবরাহকারী নাজমা আক্তার, এবং সিলেট থেকে আশুলিয়ায় মাদক সরবরাহকারী রাজন ও ইমান। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
যৌথ বাহিনী জানায়, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত চেকপোস্টে একটি সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় মাইক্রোবাসটি থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং নারীসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রাজন ও ইমান সিলেট থেকে মাদক এনে নাজমাকে সরবরাহ করতেন, আর নাজমা আশুলিয়ার জামগড়া ও তার আশেপাশের এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে এসব মাদক পৌঁছে দিতেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, "আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে"!