কক্সবাজারের টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের ৩০৪ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে মিয়ানমারের দিক থেকে আসা একটি সন্দেহজনক ডিঙি নৌকাকে থামার সংকেত দেয় কোস্ট গার্ডের একটি টহল দল। পাচারকারীরা নৌকা নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এ সময় নৌকাটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃতদের কাছ থেকে ৩০৪.৮৬ গ্রাম বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ টাকার বেশি।
আটককৃত পাচারকারীরা টেকনাফের বাসিন্দা বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।