নেপালে ফেসবুক-ইউটিউব বন্ধের নির্দেশ: নিবন্ধনহীন প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর সরকার
নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার)-সহ বেশিরভাগ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের নির্দেশ দিয়েছে। সরকারের অভিযোগ, এই প্ল্যাটফর্মগুলো নেপালের কর্তৃপক্ষের সঙ্গে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেনি।
দেশটির সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে, কিছু ব্যবহারকারী ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি (এনটিএ)-কে একটি সরকারি নোটিশ জারি করে অনিবন্ধিত বা নিবন্ধনহীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঠিক কোন কোন প্ল্যাটফর্ম এর আওতায় পড়বে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।