ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন, তখন বহু দেশের প্রতিনিধি কক্ষ ত্যাগ করেন। এই ঘটনাটি তার বক্তব্যের প্রতি প্রতিবাদের প্রকাশ ছিল।
ভাষণের সময় কিছু প্রতিনিধি করতালি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেও, উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি প্রতিবাদস্বরূপ অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। পরিস্থিতির জেরে সভাপতিকে একাধিকবার ‘দয়া করে, হলে শৃঙ্খলা বজায় রাখুন’ বলে অনুরোধ করতে দেখা যায়, কিন্তু এই আহ্বান সত্ত্বেও হল ত্যাগ অব্যাহত থাকে।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্লেখ করেন যে তিনি গত বছর জাতিসংঘের মঞ্চে দেখানো মানচিত্রটিই পুনরায় উপস্থাপন করেছেন, যার শিরোনাম ছিল ‘The Curse’ বা ‘অভিশাপ’।
তিনি তাঁর ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেন: “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ইরানের পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করেছি।”
নেতানিয়াহু মানচিত্রে বিভিন্ন অঞ্চলের অংশ দেখিয়ে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের নাম উল্লেখ করেন এবং বলেন, “সবাই চলে গেছে।”