মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের মতে, দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার একটি সামরিক বিমান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের আকাশসীমায় উড়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়। কর্মকর্তারা এই ঘটনাকে 'চিকেন গেম' হিসেবে আখ্যায়িত করেছেন, যা একটি ঝুঁকিপূর্ণ মুখোমুখি পরিস্থিতিকে নির্দেশ করে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে দক্ষিণ আমেরিকার আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস জেসন ডানহ্যামের ওপর দিয়ে ভেনেজুয়েলার এফ-১৬ যুদ্ধবিমান উড়ে যায়। যুদ্ধবিমানগুলোতে অস্ত্র ছিল কি না, তা জানা যায়নি, তবে মার্কিন নৌবাহিনী সেগুলোকে প্রতিহত করার কোনো পদক্ষেপ নেয়নি।
এ প্রসঙ্গে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ‘ভেনেজুয়েলার সামরিক বিমান যদি বিপজ্জনক ভঙ্গিতে মার্কিন জাহাজের কাছাকাছি আসে, তবে সেগুলো ভূপাতিত করা হবে। আমরা তাদের জানিয়ে দেব যে তারা সমস্যায় পড়বে।’
এর আগের দিনের প্রথম উড্ডয়নকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ‘উসকানিমূলক’ বলে অভিহিত করেছিল এবং অভিযোগ করেছিল যে এটি মার্কিন মাদকবিরোধী অভিযানে হস্তক্ষেপের উদ্দেশ্যে করা হয়েছে। মার্কিন যুদ্ধজাহাজটি ভেনেজুয়েলার উপকূলের কাছে মাদক কার্টেলবিরোধী অভিযানের অংশ হিসেবে মোতায়েন রয়েছে।