বিদেশি শ্রমিক নিয়োগ দেবে মালয়েশিয়া ফের কলিং ভিসা চালু করতে যাচ্ছে দেশটির সরকার। এবার কৃষি, বৃক্ষরোপন,খনিসহ ১৩ টি প্রধান খাতে ২৪ লক্ষ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। এবং বিদেশী শ্রমিকদের উপর নির্ভরতা ১০ শতাংশ নামিয়ে নিয়ে আসার পরিকল্পনা করেছে দেশটির সরকার। দেশে বেকারত্ব ও কমানোর পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল এক সংবাদ সম্মেলনে জানান, ১৫ থেকে ১০ শতাংশ কর্মীর উপর নির্ভরতা কমিয়ে আনতে চায় তার সরকার। নতুনই পরিকল্পনায় ২৪ লক্ষ ৬৭ হাজার ৭৫৬ জন কর্মী মালয়েশিয়া প্রবেশের জন্য মন্ত্রিপরিষদের প্রাথমিক অনুমোদন পেয়েছে। যেখানে প্রধান খাত হিসেবে গুরুত্ব পেয়েছে বৃক্ষরোপণ, কৃষি এবং খনি।তবে আরো ১৫ টি উপখাতেও কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়া সরকার অন্যান্য খাত গুলো হলো নির্মাণ, নিরাপত্তা কর্মী, লন্ডি,কার্গো পরিচ্ছন্নতা ইত্যাদি খাতে কাজের জন্য আসতে পারবেন মালয়েশিয়া। তবে কর্মী নিয়োগের পুরাতন পদ্ধতিতে আনা হয়েছে সংস্কার ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি ও যৌথ কমিটি যাদের কর্মী বাছাই এর ক্ষেত্রে দায়বদ্ধতা থাকবে। আর কর্মী নিয়োগের আবেদনের সুযোগ যে কোন এজেন্ট এবং নিয়োগ কর্তা নয় বরং খাত ভিত্তিক অফিসিয়াল এজেন্সি গুলো পাবে।তবে নতুন এ প্রক্রিয়ায় কর্মীরা কিভাবে আসবেন খরচ কত এবং কোন দেশ থেকে কতজন আসতে পারবেন সে বিষয়ে এখন পর্যন্ত মালেশিয়া সরকারের পক্ষ থেকে তেমন কিছু জানানো হয়নি।