📆 তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫
বাংলা: ১৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ (শুক্রবার)
কর ফাঁকির অভিযোগে অবশেষে পদত্যাগ করেছেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। শুক্রবার (৫ আগস্ট) তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে পদত্যাগপত্র জমা দেন।
প্রাথমিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অ্যাঞ্জেলার প্রতি সমর্থন জানালেও, তার হঠাৎ পদত্যাগ স্টারমারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
স্টারমারকে পাঠানো পদত্যাগপত্রে অ্যাঞ্জেলা লিখেছেন, "কর-সংক্রান্ত বিষয়ে নতুন বাড়ি কেনার পর আমি কোনো বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করিনি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই ভুলের সম্পূর্ণ দায় আমি নিচ্ছি।"
জবাবে স্টারমার রেইনারের এই পদত্যাগে দুঃখ প্রকাশ করে তার সিদ্ধান্তকে সম্মান জানান।
Copyright © thecitysignal.com. All Rights Reserved