ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের প্রক্রিয়া কার্যকর হয়েছে। বুধবার (২৭ আগস্ট) থেকে মার্কিন কাস্টমস ও বর্ডার প্রটেকশন (CBP) ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা শুল্ক আদায় শুরু করেছে। এর ফলে ভারতীয় পণ্যে মোট শুল্ক দাঁড়ালো ৫০ শতাংশে।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ (Executive Order 14329) অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক চাপায়। HTSUS 9903.01.84 কোডে অন্তর্ভুক্ত করা পণ্যগুলোতে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। তবে ২৭ আগস্টের আগে পাঠানো ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছানো চালান শুল্কমুক্ত থাকবে।
সব পণ্যের ওপর সমানভাবে শুল্ক আরোপ হয়নি।
ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, কিছু যানবাহন, মানবিক সাহায্যসামগ্রী ও তথ্যবহুল উপকরণ।
টেক্সটাইল, চামড়া, গয়না, মৎস্যপণ্য ও যন্ত্রাংশ শিল্পে পুরো ৫০% শুল্ক প্রযোজ্য হবে।
ভারত বলছে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ তাদের রপ্তানিকে বড় ধাক্কা দেবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। বিকল্প বাজার খুঁজে বের করতে এবং ক্ষতিগ্রস্ত শিল্পখাতকে সহায়তা দেওয়ার উদ্যোগ নিচ্ছে দিল্লি।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তে শুধু ভারত নয়, মার্কিন বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে। ভারতীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মার্কিন ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। বাণিজ্যিক সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর হওয়ায় ভারতীয় রপ্তানি বড় ধরনের ধাক্কা খেয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব নিরসন না হলে এই সংকট দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা।