ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতায় ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার আশা পুতিনের
তিয়ানজিন, চীন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছু বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আশা প্রকাশ করেছেন, এই সমঝোতাগুলো ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হবে। চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে দেওয়া এক ভাষণে পুতিন এই মন্তব্য করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠকের প্রসঙ্গে পুতিন বলেন, “সাম্প্রতিক আলাস্কায় (ট্রাম্পের সঙ্গে) বৈঠকের সময় এই ইস্যুতে কিছু সমঝোতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে হয়েছে। আমি আশা করছি, যুদ্ধাবসানের যে লক্ষ্য আমরা নিয়েছি, এসব সমঝোতা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সহায়ক হবে।”
পুতিন তার ভাষণে বলেন, এই যুদ্ধের মূল কারণ হলো ন্যাটোর সম্প্রসারণের মাধ্যমে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে তাদের বলয়ে নিয়ে আসার চেষ্টা। পুতিনের মতে, যদি ন্যাটো সম্প্রসারণে সফল হয়, তাহলে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অন্য দেশগুলোকেও ন্যাটোতে যোগ দিতে প্রলোভন দেখানো হবে। তিনি সতর্ক করে বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর ন্যাটোতে যোগদান রাশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার জন্য সরাসরি হুমকি।
পুতিন বলেন, “পশ্চিমা বিশ্বকে অবশ্যই এই অঞ্চলে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ করতে হবে। এটাই এই যুদ্ধের মূল কারণ। যদি মূল কারণের অবসান না ঘটে, তাহলে যুদ্ধাবসান স্থায়ী ও টেকসই হবে না।”