গাজার দিকে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌবহরের অন্তত একটি নৌযান ইতোমধ্যে গাজার জলসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে। তবে নৌযানটি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আল জাজিরার বৃহস্পতিবারের (২ অক্টোবর) প্রতিবেদন অনুযায়ী, পেছনে আরও কমপক্ষে দুই ডজন (২৩টি) নৌকা গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার থেকে জানা যায়, ‘মিকেনো’ নামের নৌকাটি বর্তমানে গাজার অভ্যন্তরে অবস্থান করছে।
এরই মধ্যে ইসরায়েলি কমান্ডোরা ফ্লোটিলার বেশ কয়েকটি নৌকা আটক করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ২৪টি নৌযান এখনও তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি গাজার জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে। এর আগের প্রতিবেদনে বলা হয়েছিল, মোট ২৬টি নৌযান যাত্রা অব্যাহত রেখেছে। লাইভ ট্র্যাকার অনুসারে, কিছু নৌকা এখনও গাজার উপকূল থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।