নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশজুড়ে চলমান তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার সচিবালয় এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, টানা দুই দিনের ব্যাপক জনবিক্ষোভের কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বিবৃতিতে ওলি উল্লেখ করেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে একটি সাংবিধানিক পথ তৈরি করতেই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
বিক্ষোভকারীরা মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে অবস্থান নেয়। উত্তেজিত জনতা বিভিন্ন প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর করে। এদের মধ্যে প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও ছিল। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও বিক্ষুব্ধ জনতার আক্রমণের লক্ষ্যবস্তু হয়।
সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুজন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন।