আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,২০৫ জনে দাঁড়িয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন অন্তত ৩,৬৪০ জন। ভূমিকম্পের পর থেকে এখনো উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ খুঁজে বের করা হচ্ছে।
গত রোববার রাতে পাকিস্তান সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ৬.০ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্ট এই কম্পনে কুনার এবং নানগারহার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ভূমিকম্পের কয়েক দিন পরও ত্রাণকর্মীদের উদ্ধারকাজ এবং সাহায্য বিতরণে বেগ পেতে হচ্ছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডির মতে, এই ভূমিকম্পে পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে কাদামাটি ও ইটের তৈরি ঘর ধসে পড়ায় ঘুমন্ত মানুষের ওপর চাপা পড়ে প্রাণহানি ঘটেছে। পরাঘাতের (aftershocks) ভয়ে অনেক মানুষ এখনো খোলা আকাশের নিচে বসবাস করছেন।
কুনার প্রদেশের বাসিন্দা আলেম জান বলেন, "আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। গায়ে যে কাপড় আছে, শুধু সেটুকুই অবশিষ্ট।" তার পরিবার বর্তমানে গাছের নিচে আশ্রয় নিয়েছে।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে তাদের সহায়তার মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। তালেবান প্রশাসন জানিয়েছে, দুর্গম পার্বত্য এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।