জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্দেশে যশোর জেলার একটি অস্থায়ী জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন (০৩) মাসের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্য সচিব হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, মোহাম্মদ মুকুল রহমান-কে প্রধান সমন্বয়কারী এবং মনিরুজ্জামান আজাদ-কে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে আরও রয়েছেন –
ড. শহিদুল ইসলাম জামী, সাজিদ সারোয়ার, গাজী কামরুজ্জামান হোসাইন ও সানমা আক্তার আশা।
কমিটির সদস্যরা হলেন:
বুরহান উদ্দিন, ইঞ্জি. আরিফ জামান, বাদল হোসেন, এসকে আসিফ সোহান, জিয়াউর রহমান, সাজিউর রহমান, ইঞ্জি. ইমদাদুল হক, প্রতিভাক শফিকুল ইসলাম, আশরাফুল আলম, সালমান হাসান রাজিব, আবু সাইদ মো. সোহেল, খন্দকার রুবাইয়া, মো. মাসুম বিল্লাহ, জিহাদুল ইসলাম, মাহমুদ হাসান, আসমা ইসলাম, আবদুল আলিম, শাম্মী আক্তার , রাশেদুল ইসলাম ও মো. জাহিদ হোসেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা আহ্বায়ক কমিটি গঠন করবে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এই অনুমোদন পত্রে স্বাক্ষর করেন আখতার হোসেন, সদস্য সচিব, এবং হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব (দপ্তর)।