জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন, এই উপদেষ্টাদের ওপর বিশ্বাস রাখাটা ছিল একটি 'অনেক বড় ভুল' এবং এর ফলে তিনি প্রতারিত হয়েছেন। তিনি অচিরেই সেইসব উপদেষ্টার নাম জনসম্মুখে প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারে ছাত্র প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। পরবর্তীতে ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে একজন পদত্যাগ করলে তরুণদের দল এনসিপি'র যাত্রা শুরু হয়। বর্তমানেও উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন।
ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা ভুল ছিল কি না—এনসিপি'র আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে এই প্রশ্ন রাখা হয়েছিল। জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ছাত্ররা যদি উপদেষ্টা না হতেন, তবে সরকার তিন মাসের বেশি টিকত না।
একাত্তরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নাহিদ ইসলাম দাবি করেন, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা ছিল তাদের সবচেয়ে বড় ভুল। এদের মাধ্যমে তারা প্রতারিত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ জানান, তিনি শিগগিরই ওই উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন।
এছাড়া, তিনি আরও দাবি করেন যে ওই উপদেষ্টাদের অনেকেই ইতোমধ্যে 'সেফ এক্সিট' বা নিরাপদ প্রস্থান নিয়ে পরিকল্পনা করে রেখেছেন। নাহিদ ইসলাম আরও যোগ করেন যে এই উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বা 'লিয়াঁজো' স্থাপন করে রেখেছেন।
উপসংহারে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে রাজনৈতিক নেতারাই ‘সেজদা’ দিয়েছিলেন, ছাত্ররা নয়।