১৭ সেপ্টেম্বর ২০২৫, আবুধাবি এশিয়া কাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে যাওয়ার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়টি দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দেয়।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ইনিংসের প্রথম বলেই ওপেনার সেদিকুল্লাহ অটলকে শূন্য রানে হারায়। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ তাকে এলবিডাব্লিউ করেন এবং প্রথম ওভারটি মেইডেন নেন। এরপর ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ জুটি গড়ার চেষ্টা করলেও পঞ্চম ওভারে নাসুমের বলে এলবিডাব্লিউ হয়ে ৫ রানে ফেরেন ইব্রাহিম। আফগানিস্তান রিভিউ নিলেও আম্পায়ারর্স কলের কারণে তা ব্যর্থ হয়। পাওয়ার প্লেতে ২ উইকেট নিয়ে টাইগার বোলাররা আফগানদের চাপে রাখে এবং ৬ ওভারে তাদের সংগ্রহ ছিল মাত্র ২৭ রান।
৮.৩ ওভারে গুলবাদিনকে বিদায় করে আফগানিস্তানকে আরও চাপে ফেলেন রিশাদ হোসেন। গুলবাদিন ১৪ বলে ১৬ রান করে রিশাদের ফিরতি ক্যাচে আউট হন। এরপর গুরবাজ এক প্রান্ত আগলে রাখলেও ড্রিংকস ব্রেকের পর রিশাদের বলে সুইপ করতে গিয়ে ৩৫ রানে আউট হন। ৩১ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে ২টি চার ও ২টি ছয়। এটি ছিল রিশাদের দ্বিতীয় উইকেট এবং আফগানিস্তানের চতুর্থ উইকেটের পতন ঘটে ৬২ রানে।
১৩তম ওভারে মোস্তাফিজের বলে মোহাম্মদ নবী (১৫) বোল্ড হলে আফগানিস্তান ৭৭ রানে পঞ্চম উইকেট হারায়। তবে আজমতউল্লাহ ওমরজাই ঝড়ো ব্যাটিংয়ে দলের রান বাড়াতে থাকেন। তার ব্যাটে ১৫তম ওভারে স্কোর ১০০ ছাড়িয়ে যায়। ১৬ বলে ১টি চার ও ৩টি ছক্কা হাঁকানো এই ব্যাটারকে ৩০ রানে ফেরান তাসকিন আহমেদ।
১৮ বলে ৩১ রান প্রয়োজন হলে করিম জান্নাত সোহানের থ্রোতে রান আউটের শিকার হন। ১২৪ রানে সপ্তম উইকেট হারায় আফগানিস্তান। এরপর রশিদ খান চার মেরে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করলেও ১৮.২ ওভারে মোস্তাফিজের বলে ২০ রানে আউট হন। এতে ১৩২ রানে অষ্টম উইকেট হারায় আফগানরা।
পরের বলেই মোস্তাফিজ নতুন ব্যাটার গজনফরকে গ্লাভসবন্দি করেন। ইনিংসের শেষ বলে নুর সোহানের হাতে ক্যাচ দিলে আফগানিস্তানের ইনিংস শেষ হয় এবং বাংলাদেশ ৮ রানে জয় নিশ্চিত করে।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ, রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন। নাসুম ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নিয়ে দারুণ বোলিং করেন।