রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় এনসিপিকে নিতে হচ্ছে, যদিও এতে বিএনপি ও অন্যান্য দলও অংশীদার ছিল।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এই সংলাপে তিনি আরও বলেন, ‘মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে। আমরা অনেকটা একা মিডিয়া ও মিলিটারির একাংশের বিরুদ্ধে লড়াই করেছি, যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছি এবং সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলেছি।’
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন যে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি। তখন মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছি। আমরা মিডিয়া বিরোধী নই, তবে আমরা মিডিয়ার কাছে বস্তুনিষ্ঠতা প্রত্যাশা করি।’
রাজনীতি বর্তমানে ব্যবসায়ীদের হাতে বন্দি হয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত।’
এই নেতা দাবি করেন যে, গঠনের পর থেকে এনসিপির অর্জন কম নয়। তিনি বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো পর্যালোচনা করি। আমরা আমাদের ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সেগুলো সংশোধন করে বাংলাদেশপন্থি রাজনীতি করব।’