আইএল টি-টোয়েন্টি (ILT20) ক্রিকেটের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ, ১ অক্টোবর। এর আগে নিলামের জন্য ক্রিকেটারদের নাম নিবন্ধনের সময়সীমা ছিল ১০ সেপ্টেম্বর পর্যন্ত। সেই তালিকায় নাম ছিল বাংলাদেশের সাকিব আল হাসানের। নিলামের শুরুতে তাকে কোনো দল না নিলেও, দ্বিতীয় ডাকে এমআই এমিরেটস (MI Emirates) দলে ভিড়িয়েছে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।
অন্যদিকে, বাংলাদেশের দ্রুতগতির পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স (Sharjah Warriors)। তিনিও প্রথম ডাকে অবিক্রিত ছিলেন। এই নিলাম থেকে প্রতিটি দল সর্বোচ্চ ১৩ জন করে মোট ৭৮ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। প্রতিটি দল নিলামে সবমিলিয়ে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ করার সুযোগ পাবে।
গত বছর আইপিএলের শেষদিকে মিচেল স্টার্কের বিকল্প হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। এবার তাকে একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দুবাই ক্যাপিটালসের (Dubai Capitals) হয়ে খেলতে দেখা যাবে। ফ্র্যাঞ্চাইজিটি আগেই এই খবর নিশ্চিত করে জানিয়েছিল যে ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নেওয়া হয়েছে।
এছাড়াও, ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক ইতিমধ্যেই শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিক নিলামে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলারে তালিকাভুক্ত হলেও, তিনি অবিক্রিত থাকেন।