রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিক্ষুব্ধ একদল লোক এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্র ভেঙে বাইরে নিয়ে আসে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, গণঅধিকার পরিষদের (জিএপি) সভাপতি নুরুল হক নূরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে তার দলটির নেতাকর্মীরা শাহবাগে এক সংহতি সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে জাতীয় পার্টির কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
এর আগে, গত শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায়ও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওইদিনের ঘটনায়, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেসময় কিছু বিক্ষুব্ধ নেতাকর্মী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে।