পাওয়ার হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উড শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। গত মাসে বাংলাদেশের ক্রিকেটার, বিশেষ করে জাকের আলী ও লিটন দাসদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচিতে কাজ করার পরই উডকে স্থায়ীভাবে দলে নিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এসএলসির সঙ্গে এই ব্রিটিশ কোচের এক বছরের চুক্তি কার্যকর হয়েছে গত ১ অক্টোবর থেকে।
পাওয়ার হিটিং কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটে জুলিয়ান উডের যথেষ্ট সুনাম রয়েছে। জাতীয় দল ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ক্লাব ক্রিকেটে কাজ করার বিস্তৃত অভিজ্ঞতা আছে তাঁর। শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা অবশ্য নতুন নয়; এ বছরের শুরুতে তিনি লঙ্কান ক্রিকেটারদের নিয়ে এক সপ্তাহ কাজ করেছিলেন।
এর আগে ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন উড। কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ার, হ্যাম্পশায়ার এবং মিডলসেক্সের মতো দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এছাড়াও, আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
জুলিয়ান উডের পাশাপাশি শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টে আরও একজন কোচকে যুক্ত করা হয়েছে। এসএলসি রেনে ফার্ডিনান্ডসকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।