এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করেছে ১৩৫ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩১ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। বাংলাদেশের বোলাররা এদিন নিয়ন্ত্রিত পারফর্মেন্স দেখান। বিশেষত তাসকিন আহমেদ তার ৪ ওভারের স্পেলে মাত্র ২৮ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হিসেবে বিবেচিত হয়েছেন। এছাড়া মুস্তাফিজুর রহমানও কার্যকর বোলিং করেছেন।
সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তাই আজকের এই ম্যাচটি দুই দলের জন্যই কার্যত সেমিফাইনালে রূপ নিয়েছে। এই লক্ষ্য তাড়া করে জয় তুলে নিতে পারলে ফাইনালে খেলার আশা জিইয়ে রাখবে টাইগাররা।