বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২১ হকি দলের বিশ্বকাপ প্রস্তুতিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাধা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এশিয়ান হকি ফেডারেশন (AHF) বিশ্বকাপ বাছাইপর্বের জন্য তিন ম্যাচের প্লে-অফ সিরিজটি দ্রুত ঢাকায় আয়োজনের জন্য তাগিদ দিয়েছে, যা বাংলাদেশ হকি ফেডারেশনের (BHF) জন্য একটি নতুন চ্যালেঞ্জ।
প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে দলের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বাংলাদেশ হকি ফেডারেশন (BHF) সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এশিয়ান হকি ফেডারেশনের (AHF) পক্ষ থেকে পাকিস্তানের বিপক্ষে প্লে-অফ সিরিজ দ্রুত আয়োজনের তাগিদ আসায় কিছুটা সংকটে পড়েছে BHF।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান, এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা চাই অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতি পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন হোক। এজন্য আমরা সিরিজের সময়সূচি নিয়ে কাজ করছি। দলের ডাচ কোচ আইকম্যানের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে।” তিনি আরও জানান, দলের আটজন সিনিয়র খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে খেললে বিশ্বকাপ প্রস্তুতির পরিকল্পনা ও সমন্বয়ে ব্যাঘাত ঘটতে পারে।
বাংলাদেশ ফেডারেশন চেয়েছিল সিরিজটি ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির শুরুতে আয়োজন করতে। কিন্তু AHF দ্রুতই এই ম্যাচগুলো আয়োজনের চাপ দিচ্ছে। এ প্রসঙ্গে রিয়াজুল হাসান বলেন, “আমরা একটি নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা করছি। এই মাসের শেষ দিকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই ম্যাচ আয়োজনের ব্যয় আমাদের বহন করতে হবে। যদি আমরা এই ম্যাচগুলো আয়োজন না করি, তাহলে পাকিস্তান বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে।”
ডাচ কোচ আইকম্যান গত দুই সপ্তাহ ধরে অনূর্ধ্ব-২১ দলকে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি রক্ষণভাগ ও গোলরক্ষকদের কৌশল নিয়ে কাজ করছেন। আইকম্যান বলেন, “বিশ্বকাপে আমার লক্ষ্য থাকবে ভালো হকি খেলে অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোকে চমকে দেওয়া।”
আগামী সপ্তাহে বাংলাদেশ দল চারটি প্রস্তুতি ম্যাচ খেলতে মালয়েশিয়া যাবে। এরপর ইউরোপে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে চারটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। অক্টোবরের শেষে দেশে ফিরে সপ্তাহ দুয়েক অনুশীলন শেষে বিশ্বকাপের ভেন্যুতে সাত দিন আগে দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেখানেও সুইজারল্যান্ড ও অন্য দুই একটি দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।
বিশ্বকাপের প্রস্তুতি এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করতে হকি ফেডারেশনের প্রচুর অর্থের প্রয়োজন। এ কারণে ফেডারেশনের কর্মকর্তারা তহবিল সংগ্রহের জন্য কাজ করছেন। সম্প্রতি ফেডারেশনের সাধারণ সম্পাদক বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।