বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে নতুন অধ্যায় শুরু করেছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এক দিনের মধ্যেই তিন ভিন্ন পরিচয়ে তিনবার সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে যেন নিজেকে নতুনভাবে উপস্থাপন করলেন এই ক্রিকেট প্রশাসক।
রোববার তিনি ছিলেন বিদায়ী বিসিবি সভাপতি, সোমবার সকালে হাজির হলেন পরিচালক পদপ্রার্থী হিসেবে। আর একই দিনের রাতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সামনে এলেন নতুন পরিচয়ে— বিসিবির নবনির্বাচিত সভাপতি হিসেবে। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি জানালেন, নতুন মেয়াদের জন্য চার বছরের পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করেছেন।
সোমবার রাতে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা। সভার শুরুতেই নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। পরে সভাটি মুলতুবি ঘোষণা করা হয়, যা পুনরায় শুরু হবে মঙ্গলবার দুপুর ১২টায়।
এর আগে গত ৩০ মে, অনেকটা নাটকীয়ভাবে সাবেক সভাপতি ফারুক আহমেদের বিদায়ের পর বিসিবির নেতৃত্বে আসেন আমিনুল। তখন তার দায়িত্ব গ্রহণটি যেমন ছিল চমকপ্রদ, এবার নতুন বোর্ডে তার সভাপতি হওয়া ছিল অনেকটাই অনুমিত বিষয়।
বিসিবির সর্বশেষ নির্বাচনে নানা বিতর্ক ও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়েও আমিনুলের সভাপতি হওয়া কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল নির্বাচনের আগেই। তাই সোমবার রাতের আনুষ্ঠানিক ঘোষণা শুধু সেই পূর্বাভাসকেই বাস্তব রূপ দেয়।
দায়িত্ব গ্রহণের পর আমিনুল বলেন,
“বাংলাদেশ ক্রিকেটকে আরও সংগঠিত ও পেশাদারভাবে এগিয়ে নিতে আমরা চার বছরের একটি পরিকল্পনা হাতে নিয়েছি। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থান শক্ত করা এবং ঘরোয়া ক্রিকেটে স্থিতিশীলতা আনাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
নতুন সভাপতির নেতৃত্বে বিসিবির এই মেয়াদে কাঠামোগত সংস্কার, তরুণ খেলোয়াড় তৈরি এবং নারী ক্রিকেটে বিনিয়োগ বাড়ানোর মতো উদ্যোগও নেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে—যেখানে লক্ষ্য, আরও শক্তিশালী ও স্থিতিশীল ক্রিকেট ভবিষ্যৎ।