কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এক শোকবার্তায় তিনি বলেন, তাঁর প্রয়াণে দেশের সংগীতাঙ্গন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
শোকবার্তায় উপদেষ্টা উল্লেখ করেন, ফরিদা পারভীন লালন সঙ্গীতসহ বাংলার লোকগানকে সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তাঁর কণ্ঠে লালনের গান কেবল শ্রুতিমধুরই ছিল না, বরং তা বাংলার চিরায়ত সংস্কৃতি এবং জীবনবোধকেও নতুন মাত্রা দিয়েছিল। তাঁর অনবদ্য শিল্পচর্চা অগণিত প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।
ফরিদা পারভীনের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি। উপদেষ্টা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শিল্পী ফরিদা পারভীন আজ রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।