বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়নের কোনো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, যারা এই পদ্ধতি বাস্তবায়ন করতে চান, তারা আগে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে তারপর সেটি বাস্তবায়ন করুন।
ডা. জাহিদ বলেন, ‘বিএনপি দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতির ওপরই আস্থা রাখে। যারা জনগণের নামে পিআর পদ্ধতির কথা বলে মাঠে আন্দোলন করছেন, তারা আসলে নির্বাচন ও গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন।’
তিনি আরও বলেন, ‘বিগত ৫৪ বছর এবং তার আগের ২০০ বছরের ইতিহাসে দেখা যাবে, বাংলাদেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচনে অভ্যস্ত। সংবিধান অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচনের কথা বলা আছে। যারা নতুন পদ্ধতির কথা বলছেন, তারা চাইলে সেটি তাদের নির্বাচনী ইশতেহারে রাখতে পারেন। জনগণ যদি তাদের ম্যান্ডেট দেয়, তখন তারা পিআর বাস্তবায়নের উদ্যোগ নিতে পারেন।’