দেশের হাজার হাজার কোটি টাকার মালিকদের বর্তমান দুর্দশার পেছনে তাদের সততা ও নিষ্ঠার অভাবকে দায়ী করেছেন বিশিষ্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যদি তারা সৎ ও নিষ্ঠাবান হতেন, তবে আজ এই পরিণতি দেখতে হতো না। ড. সালেহউদ্দিন জোর দিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ছোটবেলা থেকেই সততা ও সঠিক শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে, যেখানে কেবল পড়ালেখা নয়, নৈতিকতা এবং সততার চর্চাও অপরিহার্য।
শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর রাজদর্শন হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, শিক্ষায় বিনিয়োগ করা মানে কেবল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং জাতির ভবিষ্যৎ বিনির্মাণ করা। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের ঐক্য এবং জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। একইসঙ্গে, তিনি ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করার জন্য সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার সভাপতি এম এ খালেক বলেন, ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘকাল ধরে দেশের রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাবিদ এবং শিল্পীদের জন্ম দিয়েছে। তিনি প্রতিজ্ঞা করেন যে, ব্রাহ্মণবাড়িয়াকে তার মেধা ও ইতিবাচক অবদানের জন্যই সবাই চিনবে, কোনো নেতিবাচক ধারণার জন্য নয়। এই বৃত্তি বিতরণ এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তারা এমন এক নাগরিক গৌরবের বীজ বপন করছেন, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
সাধারণ সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, তারা একটি নতুন আন্দোলনের সূচনা করছেন, যার লক্ষ্য বাংলাদেশ ও বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা।
অনুষ্ঠানে উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট ৩১২ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে অনার্স স্তরে ২৫ জন, এইচএসসি স্তরে ১৮২ জন এবং এসএসসি স্তরে ১০৫ জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়।