এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং চায়নাকে ৯৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে আফগানিস্তান।
এই জয়ে তাদের রান রেট বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেলেও পয়েন্ট টেবিলে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস জয়ের ওপরই বেশি গুরুত্ব দিয়েছিলেন।
হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশকে খেলতে হয়েছে ১৮তম ওভার পর্যন্ত। ম্যাচ শেষে দলের ব্যাটার তাওহীদ হৃদয় জানান, তাদের লক্ষ্য ছিল হংকংকে দ্রুত অলআউট করে অল্প সময়ের মধ্যে ম্যাচ শেষ করা। কিন্তু হংকংয়ের ব্যাটাররা ২০ ওভারই ব্যাটিং করে। এরপর বল হাতেও তারা টাইগারদের সহজে রান তুলতে দেয়নি। এর ফলে ম্যাচ জিতলেও রান রেট বাড়ানোর সুযোগ পায়নি বাংলাদেশ।
তাওহীদ হৃদয় মনে করেন, এই অবস্থায় থেকেও বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারবে। সেজন্য আফগানিস্তান বা শ্রীলঙ্কাকে হারানোর ওপর জোর দিয়েছেন তিনি। তাহলে রান রেট নিয়ে কোনো চিন্তা থাকবে না। হৃদয় বলেন, "আমরা তো আগেও বলেছি, মাঠে নামি জেতার জন্য। আমরা যদি আফগানিস্তান বা শ্রীলঙ্কাকে হারাই, তাহলে তো রান রেটের কিছু আসে যায় না। আগে থেকে এত জটিল চিন্তা করলে নিজেদের ওপরই চাপ তৈরি হয়।"
নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ সিরিজে দুই ম্যাচে টস জিতেও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এশিয়া কাপেও হংকংয়ের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। হৃদয় জানান, এটি ছিল তাদের দলীয় পরিকল্পনা। মূলত হংকংয়ের বিপক্ষে কোনো ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ এবং রান রেটের চেয়ে ফলাফলকে বেশি গুরুত্ব দিয়েছে।
পরিকল্পনা সম্পর্কে হৃদয় আরও বলেন, "এটা আমাদের দলীয় পরিকল্পনা ছিল। আমরা যখনই মাঠে নামি, আমাদের লক্ষ্য থাকে যত কম রানে ওদের অলআউট করে তত তাড়াতাড়ি খেলা শেষ করা। এটা শুধু অধিনায়ক বা কোচের সিদ্ধান্ত নয়, সবার সম্মিলিত সিদ্ধান্ত। দিন শেষে ফলটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল।"