📆 তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫
বাংলা: ১৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ (শুক্রবার)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অসুস্থ হয়ে পড়েন তরিকুল ইসলাম শিবলী (৪০) নামের এক সাংবাদিক। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত তরিকুল ইসলাম শিবলী 'চ্যানেল এস' টেলিভিশনে সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © thecitysignal.com. All Rights Reserved