বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ১৩তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সামিট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, আজকের ইয়ুথ সামিট স্বপ্ন পূরণের পথে এক মাইলফলক হয়ে থাকবে। এ সামিটের লক্ষ্য হচ্ছে একদল যোগ্যও দক্ষ তরুণ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা, যারা আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে।
তিনি আরও বলেন, এই সামিট থেকে উন্মুক্ত আলোচনা, পারস্পরিক পরিচিতি, শিক্ষা, নেতৃত্ব, উম্মাহর প্রতি দায়বদ্ধতা ও পরিচ্ছন্ন জীবনধারার দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করতে হবে। এই পথচলায় ইসলামী ছাত্রশিবির সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করবে।
তিনি বলেন, আজকের সামিটের মাধ্যমে নিজেকে নতুন করে জাগিয়ে তুলতে হবে। পৃথিবীকে নেতৃত্ব দিতে হলে যোগ্যতা ও দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। পাশাপাশি আধ্যাত্মিকতার সমন্বয় ঘটাতে হবে।
ছাত্রশিবির সভাপতি মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে জাতিকে কাঙ্ক্ষিত নেতৃত্ব দেওয়ার মতো হয়ে ওঠার আহ্বান জানান। একইসাথে মেধা ও নৈতিকতার সংকট পূরণে উপস্থিত সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এসএসসি/দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত সারাদেশের দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিকে অধ্যয়নরত বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
সামিটে অংশগ্রহণকারীদের ক্যারিয়ার সেশন, একাডেমিক সেশন, প্যানেল আলোচনা, স্কিল ডেভেলপমেন্ট, সময় ব্যবস্থাপনা, একবিংশ শতাব্দীর কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরি, মুসলিম উম্মাহর ভবিষ্যৎ সংক্রান্ত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, শিক্ষক, গবেষক ও শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্য ও ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।