📆 তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫
বাংলা: ১৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ (শুক্রবার)
বিএনপি ক্ষমতায় এলে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে সরকার গঠন করলে ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের চুলা মডেল হাই স্কুল মাঠে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। মোট ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবাদানে অংশ নেন।
Copyright © thecitysignal.com. All Rights Reserved