ভারতের বিপক্ষে সুপার ফোর পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। চোটের কারণে তিনি অনুশীলনে আর ব্যাটিং করতে পারেননি। তবে, তার চোট গুরুতর নয় বলে জানা গেছে, যা বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর।
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়েছে। এখন তাদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। এই দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় পেলেই ফাইনালে তাদের জায়গা প্রায় নিশ্চিত হবে।
আগামীকাল, ২৪শে সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের প্রস্তুতি হিসেবে ২৩শে সেপ্টেম্বর সন্ধ্যায় অনুশীলন করেছে পুরো দল। অনুশীলনের সময় নিজের স্বাভাবিক ব্যাটিং করছিলেন লিটন। ভারত ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করার সময় হঠাৎ করেই ডানহাতে 'সাইড স্ট্রেইন' চোট পান তিনি।
চোট পাওয়ার পর ব্যাটিং থামিয়ে দিলেও ব্যথা না কমায় তাকে নেটের বাইরে নিয়ে যান ফিজিও বায়েজিদুল ইসলাম এবং প্রাথমিক চিকিৎসা দেন। সতর্কতার অংশ হিসেবে তিনি আর অনুশীলনে ফেরেননি এবং সতীর্থদের অনুশীলন দেখেন। এরপর দলের সঙ্গেই মাঠ ত্যাগ করেন।
অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বললেও সতীর্থ শেখ মেহেদী হাসান এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, “আমি এসব কিছু জানি না। আমি অনুশীলন করছিলাম।”
তবে পরবর্তীতে জানা গেছে, লিটনের চোট খুব বেশি গুরুতর নয়। তাই আশা করা হচ্ছে, ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে পাওয়া যাবে।