এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে ৪১ রানে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রথমে ব্যাট করে ভারতকে ১৬৯ রানের লক্ষ্য দেয় সুরিয়াকুমারের দল। জবাবে বাংলাদেশ ১২৭ রানে অলআউট হয়। এই ম্যাচের ফলাফলে আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। আগামীকাল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি এখন অলিখিত সেমি-ফাইনালে পরিণত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দল দুটি মুখোমুখি হয়। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।
নির্ধারিত রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় ৪ এবং ব্যক্তিগত ১ রানে বুমরাহর বলে দুবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার পারভেজ ইমন করেন ২১ রান। কুলদীপ যাদবের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। আক্সার প্যাটেলের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। শামীম হোসেন আউট হন শূন্য রানে।
এক প্রান্ত ধরে রেখে লড়াই করেন ওপেনার সাইফ হোসেন। তিনি ৫১ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। বাকি ব্যাটাররা সবাই এক অঙ্কের রানে বিদায় নেন। শেষ পর্যন্ত ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ভারতের হয়ে ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন কুলদীপ যাদব। বুমরাহ ও বরুন পান ২টি করে উইকেট।
এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয় দল স্কোরবোর্ডে মাত্র ১০ রান তোলে। তবে ম্যাচের তৃতীয় ওভার থেকেই চার-ছক্কার বন্যা শুরু হয়। সাকিব, নাসুম, মোস্তাফিজ কিংবা সাইফুদ্দিন—সবার বলেই ভারতীয় দুই ওপেনার আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন।
ম্যাচের সপ্তম ওভারে শুভমান গিলকে আউট করেন রিশাদ হোসেন। দলীয় ৭৭ এবং ব্যক্তিগত ২৯ রানে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গিল।
নতুন ব্যাটার শিভম দুবে এদিন সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ২ রানে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এটি ছিল ম্যাচে রিশাদ হোসেনের দ্বিতীয় উইকেট। অর্ধশতকের দেখা পান অভিষেক শর্মা।
ব্যক্তিগত ৭৫ রানে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। অধিনায়ক সুরিয়াকুমারকে ফেরান মোস্তাফিজুর রহমান। ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান।
সাইফুদ্দিনের বলে আউট হওয়ার আগে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ১টি ছক্কা এবং ৪টি চার মারেন।
বাকি ব্যাটারদের মধ্যে তিলক ভার্মা ৫ এবং আক্সার প্যাটেল করেন ১০ রান। শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামে ১৬৮ রানে।
বাংলাদেশের পক্ষে ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন রিশাদ হোসেন। তানজিম সাকিব, মোস্তাফিজ এবং সাইফুদ্দিন পান ১টি করে উইকেট।
উল্লেখ্য, ২ ম্যাচের দুটিতেই জয় নিয়ে সুপার ফোরের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। সমান সংখ্যক ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের ঝুলিতে রয়েছে ১টি করে জয় ও হার। আগামীকাল দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ী দল এশিয়া কাপের মেগা ফাইনালের টিকিট পাবে।