📆 তারিখ: ৫ নভেম্বর, ২০২৫
বাংলা: ৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (বুধবার)
মালদ্বীপে চলমান ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এক রোমাঞ্চকর ম্যাচে মালদ্বীপকে ২-১ সেটে হারিয়েছে টাইগাররা।
প্রথম সেটে মালদ্বীপ ২০-১৪ গোলে জয় লাভ করে। এরপর দ্বিতীয় সেটে বাংলাদেশ ২০-১৬ গোলে জয় তুলে নিয়ে খেলায় সমতা ফেরায়। দুই দলের স্কোর ১-১ হলে ম্যাচটি পেনাল্টি শুট আউটে গড়ায়। পেনাল্টিতে ৭-৬ পয়েন্টে সেট জিতে বাংলাদেশ ২-১ ব্যবধানে মালদ্বীপকে পরাজিত করে। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ও ভারতকে পরাজিত করে। তবে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২৬-১০ এবং ২৪-১৪ পয়েন্টে সরাসরি ২-০ সেটে পরাজিত হয় দলটি।
Copyright © thecitysignal.com. All Rights Reserved