📆 তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫
বাংলা: ১৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ (শুক্রবার)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি নির্বাচনকে গণতন্ত্রের পথে একটি বিশাল যাত্রা হিসেবে উল্লেখ করেছেন।
ফেসবুক পোস্টে ড. নজরুল লেখেন, 'আগামীকাল ডাকসু নির্বাচন। দেড় যুগ পর এদেশের তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে সেখানে।' তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও লেখেন, 'যেই জিতুক তাকে অন্যরা বরণ করে নিবেন।' পরিশেষে তিনি এই নির্বাচন আয়োজনের সফলতা কামনা করেন এবং বলেন, 'এই নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা।'
Copyright © thecitysignal.com. All Rights Reserved