📆 তারিখ: ৫ নভেম্বর, ২০২৫
বাংলা: ৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (বুধবার)
ঢাকার গুলশান শুটিং ক্লাব থেকে আটক হয়েছেন আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ছেলে শাহেদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি নাশকতার অর্থ যোগানদাতা ও পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত।
গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহেদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে । তবে অন্য কোন অপরাধে সম্পৃক্ত আছে কিনা বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরো জানান,সম্প্রতি ঢাকার গুলশান ও মিরপুরে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা হিসেবে পুলিশের কাছে তথ্য রয়েছে ।
আটকের পর শাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় রাখা হয়েছে।
Copyright © thecitysignal.com. All Rights Reserved