শিক্ষক-কর্মকর্তাদের চলমান 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে এখন ১৬ অক্টোবর, বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ সেপ্টেম্বরের নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিরাজমান পরিবেশ কোনোভাবেই নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়। কারণ হিসেবে বলা হয়েছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চলছে এবং এ কারণে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কর্মকর্তার অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নির্ধারিত তারিখে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।