দেশের আকাশে দেখা গেছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এই চন্দ্রগ্রহণের সময় চাঁদ ধারণ করে এক রক্তিম আভা, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম চন্দ্রগ্রহণ, যা স্থায়ী হয় প্রায় ৮২ মিনিট।
মহাকাশবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকম এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপের বিশাল অংশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হয়েছে। রাত ৯টা ২৮ মিনিটে পেনুম্ব্রাল বা সূক্ষ্ম ছায়া পর্বের মাধ্যমে গ্রহণ শুরু হয়। রাত সাড়ে ১০টায় আংশিক গ্রহণ শুরু হওয়ার পর রাত সাড়ে ১১টা থেকে এটি পূর্ণগ্রাস রূপ নেয়, এবং চাঁদ পুরোপুরিভাবে পৃথিবীর গাঢ় ছায়ায় (আমব্রা) প্রবেশ করে।
এই মহাজাগতিক দৃশ্যটি উপভোগ করেছেন বিশ্বের প্রায় ৮৫ শতাংশ মানুষ। বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকায় এখানকার মানুষও এই বিরল দৃশ্য দেখার সুযোগ পায়।