📆 তারিখ: ৫ নভেম্বর, ২০২৫
বাংলা: ৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (বুধবার)
পাকিস্তানের হাইকমিশনের বিশেষ আমন্ত্রণে দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে সৌজন্য মতবিনিময় করেছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র একটি প্রতিনিধি দল।
শনিবার অনুষ্ঠিত এ আলোচনায় এনসিপি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, সদস্য সাগর বড়ুয়া।
দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং রাজনৈতিক সংগঠনগুলোর অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনায় গুরুত্বারোপ করা হয়। এনসিপি নেতারা মতবিনিময় শেষে জানান, এ ধরনের সংলাপ দুই দেশের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
Copyright © thecitysignal.com. All Rights Reserved