📆 তারিখ: ৫ নভেম্বর, ২০২৫
বাংলা: ৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (বুধবার)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর উত্তর-এর সমন্বয়কারী জনাব ওমর ফারুকের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে “দি সিটি সিগন্যাল” পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব আলীম হোসেন এক শোকবার্তায় বলেন,
জনাব ওমর ফারুকের মায়ের মৃত্যু আমাদের জন্য গভীর শোকের বিষয়। একজন সন্তানের জীবনে মায়ের ভূমিকা অপরিসীম, তার প্রস্থান অপূরণীয় ক্ষতি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।
এছাড়া "দি সিটি সিগন্যাল" পরিবারের সম্পাদক মোঃ তালিম হোসেন রাহাত ও অন্যান্য সদস্যরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Copyright © thecitysignal.com. All Rights Reserved