মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের একটি টিস্যু পেপার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ৫০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে এবং কারখানার স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে অগ্নিকাণ্ডটি ঘটে। খবর পেয়ে গজারিয়া, সোনারগাঁও এবং দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালেও কারখানাটিতে পোড়া গন্ধ এবং ছাই উড়ছিল। তবে, এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করার জন্য একটি বিশেষজ্ঞ দল কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে ১২টার দিকে মিলের ইউনিট-৩ এ প্রথম আগুন দেখতে পান কর্মচারীরা। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ফিরোজ মিয়া জানান, "রাত ১২টার পর খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সোনারগাঁও এবং দাউদকান্দি থেকে আরও দুটি ইউনিট তাদের সাথে যোগ দেয়। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত ২টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়।"
কারখানার কর্মচারী শহিদুল ইসলামের প্রত্যক্ষদর্শী বিবরণ অনুযায়ী, "রাত সাড়ে ১১টার পর প্রতিষ্ঠানটির ৩ নম্বর ইউনিট সংলগ্ন গ্যারেজে আগুন লাগে এবং সেখান থেকে এটি দ্রুত ইউনিট-৩ তে ছড়িয়ে পড়ে। এই ইউনিটে বিভিন্ন ধরনের ডায়াপার তৈরি করা হতো।" আরেক প্রত্যক্ষদর্শী মুকুল হোসেন বলেন, "আমরা রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত আগুন জ্বলতে দেখেছি। এতে আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ভয়ে ছোটাছুটি শুরু করে।"
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, "যে স্থানে আগুন লেগেছে সেখানে বিদ্যুৎ ছিল না এবং ধূমপান ও কয়েল ব্যবহার করাও নিষিদ্ধ ছিল। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।"
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, "বড় আকারের এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়েছে। জানমাল রক্ষায় পুলিশও ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে।"