বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন যে, হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ছিল মানবজাতির জন্য এক আলোকিত বিস্ময় এবং তিনি মানবতার মুক্তির দিশারি। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারেক রহমান তার বাণীতে বলেন, ঈদ-ই-মিলাদুন্নবীর দিনে মহানবী (সা.)-এর পৃথিবীতে আগমন এবং তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। তিনি মানবজাতিকে পরিশুদ্ধ করেন এবং তাদের জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন ও কাজের শিক্ষা প্রদান করেন।
তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। তার আগমনে মানবজাতি সকল অন্যায়, অবিচার, কুসংস্কার, নিপীড়ন ও বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে মুক্তির সন্ধান পায়।
তারেক রহমান বলেন, মুহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, যা সত্য, ন্যায়বিচার ও ইনসাফকে প্রতিষ্ঠিত করেছে। সমাজের অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা, পারস্পরিক শ্রদ্ধা, পরমতসহিষ্ণুতা, দয়া, ক্ষমা এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় তার আদর্শ অতুলনীয়। এসব কারণে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত।
তিনি বলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা সবাই নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারেন। সবশেষে তিনি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।