অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গত এক বছরে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি এবং পুলিশও কোনো মিথ্যা মামলা দায়ের করেনি। ৫ আগস্টের পর থেকে দেশে এই পরিবর্তন এসেছে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর রাজশাহী পর্বের চূড়ান্ত রাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, গুম ও খুনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধীর পরিচয় নয়, বরং অপরাধকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে টার্গেট না করে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে যথাযথ বিচারিক প্রক্রিয়া চালানো হবে।
তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের রাজনৈতিক ঘটনাবলির মধ্যে তুলনা প্রসঙ্গে বলেন, ১৯৭১ সালের ধারাবাহিকতায়ই ২০২৪ সাল এসেছে। তাই এ নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি না করে বাস্তবতাকে মেনে নেওয়া উচিত।
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনে করেন, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে গুম-খুনের মতো অপরাধের বিচার আরও কঠোর ও স্বচ্ছ হওয়া জরুরি।