সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, অনেকে কাজের জন্য তদবিরের উদ্দেশ্যে তাকে ফোন করলেও তার পক্ষে কাউকে কাজ পাইয়ে দেওয়া সম্ভব নয়। তবে, তার পর্যবেক্ষণ অনুযায়ী, যে সকল প্রতিষ্ঠানের নামের শুরুতে 'গ্রামীণ' শব্দটি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো নাকি 'ধুমায়ে' কাজ পাচ্ছে।
শুক্রবার (০৩ অক্টোবর, ২০২৫) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ইলিয়াস হোসাইন বলেন, "অনেকেই কাজটাজের জন্যে ফোন করেন তদবির করার জন্যে, আমার ক্ষমতা নাই তাই কিছু করতে পারি না। তবে ফ্রিতে সবাইকে একটা পরামর্শ দেই, কম্পানির নামের আগে গ্রামীণ লাগায়ে দেন কাজ পেয়ে যাবেন।"
বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ সমবায় ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন। তিনি যোগ করেন, "শুনেছি গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলো ধুমায়ে কাজ পাচ্ছে।"
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি আরও লেখেন, "লুটেপুটে খা চোরের বাইচ্চারা।"
ইলিয়াস হোসাইনের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন কর্মসংস্থান ও কাজের সুযোগ নিয়ে জনমনে ব্যাপক আলোচনা চলছে।