বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের চতুর্থ দফার বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। দুই দিনের সফরে তিনি আগামী সোমবার (৬ অক্টোবর) ঢাকায় পৌঁছাবেন।
আগামী ৭ অক্টোবর এই গুরুত্বপূর্ণ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। অন্যদিকে, বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই 'ফরেন অফিস কনসালটেশন' বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনায় বিশেষত ব্যবসা-বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চির ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাতের কর্মসূচি রয়েছে। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
এছাড়াও, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হবেন।