ব্রাহ্মণবাড়িয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। তবে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ, শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম অভিমুখী ৪ ডাউন কর্ণফুলী কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের নিকটবর্তী কলেজপাড়া এলাকায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার অশোক দাস জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর এর 'চ' বগিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ত্রুটিপূর্ণ বগিটি আলাদা করার জন্য আরও তিনটি বগিসহ শান্টিং (Shunting) করার সময় হঠাৎ করে 'চ' বগির দুটি চাকা লাইন থেকে সরে যায়। এর ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেল যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে আখাউড়া লোকোশেডে খবর দেওয়া হয়েছে। বর্তমানে উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।