📅 ৪ অক্টোবর, ২০২৫ | 🕒 প্রকাশকাল: ১ মাস আগে | অনলাইন ডেস্ক
নিরাপদ নগর এবং মানসম্মত বাসস্থান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আগামী ৬ অক্টোবর, সোমবার পালিত হতে যাচ্ছে বিশ্ব বসতি দিবস (World Habitat Day)। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’।
শনিবার (৪ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দিবসটি বর্ণাঢ্যভাবে উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- আলোচনা অনুষ্ঠান: ৬ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব বসতি দিবস ২০২৫’ উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
- অতিথি: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (UN Resident Co-ordinator in Bangladesh) মিজ গোয়েন লুইস।
- র্যালি: দিবসের শুরুতে ৬ অক্টোবর সকাল সাড়ে ৮টায় জিয়া উদ্যান (চন্দ্রিমা উদ্যান) থেকে শুরু হয়ে র্যালিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হবে।
- প্রদর্শনী ও সেমিনার: আগামী ৬ ও ৭ অক্টোবর আবাসন ও নির্মাণ খাতের পণ্য ও সেবা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে রিহ্যাব (REHAB), রাজউক, স্থাপত্য অধিদপ্তর, নগর পরিকল্পনা অধিদপ্তরসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশগ্রহণ করবে। দিবসটির প্রতিপাদ্য এবং সবার জন্য আবাসন বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিনারেরও আয়োজন করা হয়েছে।
সেমিনারে আবাসন সংকট ও নগর উন্নয়নের ওপর তিনটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রবন্ধগুলোর শিরোনাম হলো:
- “রেজিলিয়েন্ট কমিউনিটি ওয়েসিস: ইনক্লুসিভ পাবলিক ওপেন স্পেসেস ফর আর্থকুয়েক প্রিপেয়ার্ডনেস” (উপস্থাপক: ড. সুদীপ্তি বিশ্বাস, প্রফেসর, এমআইএসটি)।
- “এন অ্যাসেসমেন্ট অব ইনফরমাল সেটেলমেন্ট অ্যান্ড লো-কস্ট হাউজিং ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ: ফেলিউরস, সাকসেস, ফ্যাক্টরস অ্যান্ড আ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট” (উপস্থাপক: মিস উসওয়াতুন মাহেরা খুশি, বোর্ড মেম্বার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি)।
- “জার্নি টুয়ার্ড হাউজিং সলিউশন্স অ্যামিড দ্য আরবান ক্রাইসিস” (উপস্থাপক: কান্ট্রি ডিরেক্টর, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি)।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদ্যাপন করা হবে। এ উপলক্ষ্যে বিশেষ স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ টক-শো প্রচার এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হবে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘ (United Nations) ১৯৮৫ সালে বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এর ফলস্বরূপ, ১৯৮৬ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।