বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম বিন সাইদী নেছারাবাদ উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর সুযোগ্য সন্তান শামীম সাইদীর এ গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্জ মাওলানা শাহ মোঃ আরিফ বিল্লাহ সিদ্দিকী (ছোট হুজুর, ছারছীনা মেঝ দরবার শরিফ), অধ্যক্ষ জহিরুল হক, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা; আলহাজ্ব হাফেজ আঃ সালাম মাদনী, সভাপতি, আল্লামা সাঈদী ফাউন্ডেশন মদীনা শাখা; মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী; আফজাল হোসেন শোয়েবসহ নেছারাবাদ থানা ও পিরোজপুর জেলার নেতৃবৃন্দ।
সকালে তিনি জগন্নকাঠী বন্দর ও মাহামুদকাঠী বন্দরে গণসংযোগ করেন। পরে ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ১নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন করেন। এ ছাড়াও মাহামুদকাঠী হেফজ মাদ্রাসায় ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন। বিকালে তিনি জুলুহার, সাগরকান্দা ও মৈশানী এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
এদিন সকালে আলহাজ্ব হাফেজ আঃ সালাম মাদনী নেছারাবাদে জামায়াতে ইসলামী কার্যক্রম পরিচালনার জন্য চারটি মোটরসাইকেল প্রদান করেন।মোঃ আল আমিন (নেছারাবাদ প্রতিনিধি)ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম বিন সাইদী নেছারাবাদ উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর সুযোগ্য সন্তান শামীম সাইদীর এ গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্জ মাওলানা শাহ মোঃ আরিফ বিল্লাহ সিদ্দিকী (ছোট হুজুর, ছারছীনা মেঝ দরবার শরিফ), অধ্যক্ষ জহিরুল হক, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা; আলহাজ্ব হাফেজ আঃ সালাম মাদনী, সভাপতি, আল্লামা সাঈদী ফাউন্ডেশন মদীনা শাখা; মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী; আফজাল হোসেন শোয়েবসহ নেছারাবাদ থানা ও পিরোজপুর জেলার নেতৃবৃন্দ।
সকালে তিনি জগন্নকাঠী বন্দর ও মাহামুদকাঠী বন্দরে গণসংযোগ করেন। পরে ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ১নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন করেন। এ ছাড়াও মাহামুদকাঠী হেফজ মাদ্রাসায় ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন। বিকালে তিনি জুলুহার, সাগরকান্দা ও মৈশানী এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
এদিন সকালে আলহাজ্ব হাফেজ আঃ সালাম মাদনী নেছারাবাদে জামায়াতে ইসলামী কার্যক্রম পরিচালনার জন্য চারটি মোটরসাইকেল প্রদান করেন।