গাইবান্ধার সুন্দরগঞ্জ বামনডাঙ্গা রেলস্টেশনে একটি চলন্ত ট্রেনের বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার রাতে বুড়িমারী এক্সপ্রেসের দুটি বগি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও সৌভাগ্যক্রমে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এতে হতাহত হয়নি কোনো যাত্রী।
ঘটনাটি ঘটে বামনডাঙ্গা রেল স্টেশনে। স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি শেষে ছাড়ার সময় 'ক-খ' ও 'ট-ঠ' বগির সংযোগস্থলের হুক বিকট শব্দে ভেঙে যায়। এতে বগি দুটি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যাওয়ায় ট্রেনটি হঠাৎ থেমে যায় এবং যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনার ফলে অন্তত তিন ঘণ্টা পর্যন্ত ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি। পরে লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেসের মাধ্যমে নতুন হুক এনে দ্রুত মেরামত কাজ সম্পন্ন করা হয়। মেরামতের পর ট্রেনটি পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া জানান, দ্রুত বগি সংযোগ মেরামত করে ট্রেনটি পুনরায় চালু করা হয়েছে এবং কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।